শীর্ষ এক ফরাসী কর্মকর্তা বলছেন আইভরি কোস্টে নাছোড় অবস্থানে থেকে লরাঁ বাগবো যে ক্ষমতা ছাড়ছিলেন না, এখন মনে হচ্ছে সেখান থেকে তিনি সরতে চলেছেন প্রায়। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী এ্যালাঁ ইউপে মঙ্গলবার প্যারিসে সংসদকে বলেছেন, কথাবার্তা চলছে।
ফ্রান্স ও আইভরী কোস্টের অন্যান্য কর্মকর্তারা বলছেন মি: বাগবোর বিদায় ক্ষণ এখন এই এলো বলে। ঘন্টা কয়েকের ভেতরেই সব কিছু মিটে যাবে। আইভরী কোস্টের আন্তর্জাতিক ভাবে স্বীকৃত প্রেসিডেণ্ট আলাসানে ওয়াত্তারা শেষ কয়েকটি মজবুত অবস্থানের ওপর অভিযান চালানোর পর মি:বাগবোর সেনা বাহিনীর চিফ অফ স্ট্যাফ মঙ্গলবারে অস্ত্রবিরতির আহ্বান জানান। মি: বাগবো এই মুহুর্তে আবিদজানে নিজ বাড়িতে একটা বাঙ্কারের ভেতরে বসে রয়েছেন বলে জান গিয়েছে। নভেম্বরের নির্বাচনে আলাসানে ওত্তারাকে বিজয়ী ঘোষনা করার পরও ক্ষমতাসীন লরাঁ বাগবো গদী ছাড়ছিলেন না।