ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষাত্কারে ড: দেবপ্রিয় ভট্টাচার্য এ বিষয়ে এবং বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতির অন্যান্য বিষয় তার বক্তব্য রাখেন।
ড: ভট্টাচার্য বলেন বিনিয়োগের যে ধারা তাতে ছয় দশমিক সাত শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে হলে যেই পরিমান, যত একক বিনিয়োগ হওয়ার কথা সেই পরিমানে বিনিয়োগের পরিসংখ্যান বিবিএস দেয়নি। তিনি আরও বলেন ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে একটা নেতিবাচক প্রবৃদ্ধি ছিল অথেচ শিল্প খাতে যে বড় অবদান ছিল সেটাই দেখানো হয়। ড: ভট্টাচার্য আরও বলেন যে, যে ৬ মাসের তথ্যের ভিত্তিতে এটা বলা হয়, সেই ৬ মাস জুলাই থেকে ডিসেম্বার মাস পর্যন্ত, সেটা তুলনামূলক ভাবে একটা তেজি সময় ছিল কিন্তু পরবর্তি সময় ছিল দুর্বল।