তুরস্কে রবিবারে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনের ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠ রায়ে জয়ী হবার পর প্রধানমন্ত্রী রেজেপ তাইয়িপ এরদোয়ান বিরোধী দলীয়দের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ।
তবে দেশের সংবিধান বদলাতে ক্ষমতাসীন justice & development party-র যে দু তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ ভোটের দরকার সেটা তাঁরা পাননি । এতে মন্তব্য করে প্রধানমন্ত্রী এরদোয়ান বলেছেন ভোটের ফলাফলই ব’লে দিচ্ছে নতুন সংবিধানের জন্যে সমঝোতা ক’রতে হবে ।
প্রধানমন্ত্রী সংবিধান সংশোধনের প্রতিশ্রূতি দিয়েছেন । বর্তমানের সংবিধান , তূরস্ক যখন সামরিক শাসনাধীনে ছিলো তখনকার প্রণয়ন করা ।
তুরস্কের সাড়ে পাঁচ শ’ আসনের সংসদে ক্ষমতাসীন দল জিতলো এবার তিন শ ছাব্বিশটি আসনে । প্রধান বিরোধি দল রিপাবলিকান পিপলস পার্টি পেয়েছে ১৩৫টি আসন । তৃতীয় অবস্থানে রয়েছে , ৫৩ আসনে জেতা ন্যাশনালিস্ট এ্যাকশান পার্টি ।