অ্যাকসেসিবিলিটি লিংক

বিরোধীদের সঙ্গে সমঝোতা করার প্রতিশ্রুতি দিলেন এরদোয়ান


Ankara, Turkey, June 13, 2011
Ankara, Turkey, June 13, 2011

তুরস্কে রবিবারে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনের ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠ রায়ে জয়ী হবার পর প্রধানমন্ত্রী রেজেপ তাইয়িপ এরদোয়ান বিরোধী দলীয়দের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ।

তবে দেশের সংবিধান বদলাতে ক্ষমতাসীন justice & development party-র যে দু তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ ভোটের দরকার সেটা তাঁরা পাননি । এতে মন্তব্য করে প্রধানমন্ত্রী এরদোয়ান বলেছেন ভোটের ফলাফলই ব’লে দিচ্ছে নতুন সংবিধানের জন্যে সমঝোতা ক’রতে হবে ।

প্রধানমন্ত্রী সংবিধান সংশোধনের প্রতিশ্রূতি দিয়েছেন । বর্তমানের সংবিধান , তূরস্ক যখন সামরিক শাসনাধীনে ছিলো তখনকার প্রণয়ন করা ।

তুরস্কের সাড়ে পাঁচ শ’ আসনের সংসদে ক্ষমতাসীন দল জিতলো এবার তিন শ ছাব্বিশটি আসনে । প্রধান বিরোধি দল রিপাবলিকান পিপলস পার্টি পেয়েছে ১৩৫টি আসন । তৃতীয় অবস্থানে রয়েছে , ৫৩ আসনে জেতা ন্যাশনালিস্ট এ্যাকশান পার্টি ।

XS
SM
MD
LG