ভারতের অর্থমন্ত্রী ও বিশিষ্ট নীতি নির্ধারক প্রনব মুখার্জী শনিবার মাত্র চার ঘন্টার সফরে ঢাকা যাচ্ছেন। সেখানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী এ এম এ মুহিত ও পররাষ্ট্র মন্ত্রী দীপু মনির সঙ্গে সাক্ষাত করবেন।
সফরকালে তিনি ভারত কর্তৃক বাংলাদেশকে একশো কোটি ডলারের ঋণ প্রদান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ভারতীয় ঋণের সাহায্যে – বাংলাদেশের নৌ ও রেলপথের সংস্কারসহ, অবকাঠামোগত উন্নয়নে ব্যয় করা হবে।
ওদিকে বাংলাদেশের প্রধান বিরোধী দল বি এন পি বাংলাদেশ সরকারের প্রতি ওই চুক্তি স্বাক্ষর থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।