পশ্চিম বঙ্গের বিভিন্ন জায়গায় অস্ত্র উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনে নামলেন সিপিআইএম। আর গ্রেফতার করা হয় পশ্চিম বঙ্গের প্রাক্তন মন্ত্রী তথা বতর্মান সিপিআইএমের বিধায়ক আব্দুর রেজ্জাক মোল্লাকে। ওইদিন রেজ্জাক মোল্লার নেতৃত্বে জেল ভরো আন্দোলনে নামেন সিপিআইএম।ওইদিন সকাল ১০ টা থেকে পশ্চিম বঙ্গের দক্ষিন চব্বিশ পরগনা জেলার ভাঙ্গর থানার পাশে অবস্থান বিক্ষোভ করেন তারা, সঙ্গে ছিলেন সিপিআইএমের নেতা শ্রমিক লাহিড়ী এবং দলের প্রাক্তন সদস্য সুজন চক্রবর্তীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পশ্চিম বঙ্গের বিভিন্ন জায়গায় গত পুঞ্চদশ বিধান সভার নির্বাচনে পর থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ আর তৃণমূলের আতাত রয়েছে আর সিপিআইএম অস্ত্র লুকিয়ে রেখেছে বলে এমন দাবি করা হচ্ছে বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন আব্দুর রেজ্জাক মোল্লা। ওইদিন আব্দুর রেজ্জাক মোল্লাসহ সিপিআইএমের ১৮ জন নেতাকর্মি গ্রেফতারবরণ করেন। পরে জামিন পান তারা। এছাড়া জরিমানা করা হয় সিপিআইএমের এক হাজার সমথর্ককে।