অ্যাকসেসিবিলিটি লিংক

যুদ্ধাপরাধ বিষয়ক আদালত কক্ষ থেকে ম্লাদিচকে বের করে দেওয়া হয়


সাবেক সার্ব কমান্ডার রাতকো ম্লাদিচ আদালতে আন্তর্জাতিক অপরাধ আদালতের সম্মুখীন
সাবেক সার্ব কমান্ডার রাতকো ম্লাদিচ আদালতে আন্তর্জাতিক অপরাধ আদালতের সম্মুখীন

বসনীয় সার্ব সামরিক বাহিনীর প্রধান রাতকো ম্লাদিচ আজ তার যুদ্ধাপরাধ বিচারের সময়ে বিচারকদের অসম্মান করেন , তার বিরুদ্ধে ১১ টি অভিযোগের সম্পর্কে কোন আবেদন করতে অস্বীকৃতি জানান এবং তারপর তাকে , দ্য হেইগের এই ট্রাইবুনাল কক্ষ থেকে বহিস্কার করা হয় ।

জাতিসংঘের প্রহরীদের ম্লাদিচকে ঐ ক্ক্ষ থেকে সরিয়ে নেওয়ার আদেশ দেওয়ার পর বিচারক আলফন্সো ওরিয়ে আনুষ্ঠানিক ভাবে তার পক্ষে দোষী নন এই আবেদন নথিবদ্ধ করেন। এটি ছিল এই ম্লাদিচের দ্বিতীয়বার আদালতে হাজির হবার ঘটনা যিনি কীনা ১৯৯৫ সালে গণহত্যা চালানোর অভিযোগে অভিযুক্ত যখন স্রেবেনিৎসা শহরে আট হাজার মুসলমানকে হত্যা করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই ছিল ইউরোপের সব চেয়ে বড় গণহত্যার ঘটনার কথা।

প্রথমে বিচারককে তার বিরুদ্ধে অভিযোগ শোনানোর অনুমতি দেওয়ার পর , ম্লাদিচ পরে বিচারকদের বাধা দিতে থাকেন। ম্লাদিচ তার বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনাোর সময়ে বাধা দিলে আদালত তাকে বের করে দেয়।

XS
SM
MD
LG