অ্যাকসেসিবিলিটি লিংক

ক্লিন্টন ঋণ নিয়ে আলোচনার জন্যে এখন গ্রীসে


গ্রীস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ক্লিন্টন
গ্রীস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ক্লিন্টন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন গ্রীসের সরকারী কর্মকর্তাদের সঙ্গে দু দিন ব্যাপী আলোচনার জন্যে এখন সে দেশে রয়েছেন। অনুমান করা হচ্ছে এই আলোচনায় গ্রীসের চলমান অর্থনৈতিক সঙ্কটের ওপর আলোকপাত করা হচ্ছে।

গ্রীক প্রধানমন্ত্রী জর্জ পাপানড্রেও’র সঙ্গেও ক্লিন্টনের দেখা করার কথা আছে। ক্লিন্টনের সঙ্গে সফর করছেন এমন একজন শীর্ষ কর্মকর্তাবলছেন যে এথেন্স এ তার বৈঠকের সময়ে তিনি মি পাপান্ড্রেও’র কৃচ্ছ্রতা কর্মসূচির প্রতি সমর্থন জানাবেন একান্ত বৈঠকে এবং প্রকাশ্যেও। এর লক্ষ্য হবে এই পরিস্থিতি থেকে উদ্ধারের জন্যে আরো বেশি ইউরোপীয় ও আন্তর্জাতিক ঋণের আয়োজন করা।

শীর্ষ গ্রীক কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক এমন এক সময়ে হচ্ছে যখন গ্রীস ব্রাসেলস এ বৃহস্পতিবারের জরুরী শীর্ষ বৈঠকের জন্যে প্রস্তুত হচ্ছে যেখানে ১৭টি ইউরোজোন দেশের নেতারা ঐ দেশকে দ্বিতীয়বারের মতো উদ্ধারের জন্যে একটি চুক্তিতে পৌছুতে পারেন।

XS
SM
MD
LG