অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে ইউনুস সম্পর্কিত মামলার রায় মঙ্গলবার


ডঃ মুহাম্মদ ইউনুস
ডঃ মুহাম্মদ ইউনুস

নোবেল বিজয়ী গ্রামিন ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউনুসের অপসারণের বিষয়ে বাংলাদেশের হাইকোর্টের রায় দিতে আবারও বিলম্ব হয়েছে। আজ শুনানী সম্পন্ন করে আদালত আগামিকাল এর রায় দেবার কথা বলেছে।

গ্রামীন ব্যাঙ্কের ব্যবস্থাপনা পরিচালকের পথ থেকে তার অপসারণের সরকারী সিদ্ধান্তের বিরুদ্ধে আপীলে ইউনুস বলেছেন যে এই সিদ্ধান্ত অবৈধ।

বাংলাদেশ ব্যাঙ্ক যারা গ্রামীন ব্যাঙ্কের ২৫ শতাংশ অংশীদার তারা গত সপ্তায় সত্তর বছর বয়সী ইউনুসকে এই বলে অপসারিত করার আদেশ দেয় যে তিনি ষাট বছরের পর এই পদে বহাল থেকে সরকারের অবসরগ্রহণের বয়স সীমা লংঘন করেছেন। তারা বলছে যে ১৯৯৯ সালে তাকে ব্যবস্থাপনা পরিচালক করার সময়ে যথাযথ নিয়ম মানা হয়নি।

ইউনুসের সমর্থকরা বলছেন যে তার এই অপসারণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এর সঙ্গে রাজনীতিকদের সমালোচনা করে ২০০৭ সালে নিজের একটি রাজনৈতিক দল গঠনের জন্যে ড ইউনুসের প্রয়াসের সম্পর্ক রয়েছে।

XS
SM
MD
LG