অ্যাকসেসিবিলিটি লিংক

মিশরে মুবারকের বিচার সেপ্টেস্বর পর্যন্ত মূলতবী


মিশরে মুবারকের বিচার সেপ্টেস্বর পর্যন্ত মূলতবী
মিশরে মুবারকের বিচার সেপ্টেস্বর পর্যন্ত মূলতবী

মিশরের প্রাক্তন প্রেসিডেন্ট হোসনে মুবারকের বিচারকাজ পরিচালনাকারী বিচারক , বিচারের কার্যক্রম ৫ই সেপ্টেম্বর পর্যন্ত মুলতবী ঘোষণা করেছেন এবং আসন্ন শুনানীর সরাসরি টিভি সম্প্রচার নিষিদ্ধ করার আদেশ দিয়েছেন।

বিচারক আজ সোমবার সাবেক প্রেসিডেন্ট এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আদলির বিচার একত্রে করারও সিদ্ধান্ত ঘোষণা করেন। আদলি এবং ছ জন সহযোগির বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তারা বিক্ষোভকারীদের হত্যার আদেশ দিয়েছিলেন । আদালত কক্ষে উত্তেজনা সৃষ্টি হলে এই বিচার কাজ ৫ই সেপ্টেম্বর পর্যন্ত মূলতবী করা হয়।

আজ ও মি মুরাককে হাসপাতালের বিছানায় শায়িত অবস্থায় আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে গণ অভুত্থানে সাড়ে আটশ বিক্ষোভকারীকে হত্যার অভিযোগে তিনি এরই মধ্যে নিজেকে নির্দোষ দাবী করেছেন। ৮৩ বছর বয়সী প্রাক্তন প্রেসিডেন্ট এর বিরুদ্ধে দূর্নীতি এবং ক্ষমতার ব্যবহারের অভিযোগ আনা হয়েোছ। তার দুই পুত্র আলা ও গামালকে আদালতে হাজির করা হয় এবং তারা তাদের বিরুদ্ধে আনা দূর্নীতির দায় অস্বীকার করেছে।

XS
SM
MD
LG