অ্যাকসেসিবিলিটি লিংক

লিবিয়ার বিদ্রোহীরা গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণের জন্যে লড়ছে


লিবিয়ার বিদ্রোহীরা গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণের জন্যে লড়ছে
লিবিয়ার বিদ্রোহীরা গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণের জন্যে লড়ছে

লিবিয়ার বিদ্রোহীরা ত্রিপোলির পশ্চিমে একটি শহরে তেল শোধনাগারে আক্রমণ শুরু করেছে। তারা রাজধানীর দিকে অগ্রযাত্রা অব্যাহত রেখেছে এবং গাদ্দাফির অনুগত সেনাদের বহিষ্কারের চেষ্টা চালাচ্ছে।

বিদ্রোহীরা বলছে তারা এিপোলি থেকে ৫০ কিলোমিটার দূরে Zawiya শহরের অধিকাংশ নিয়ন্ত্রণ করছে এবং ঐ শহর হচ্ছে গাদ্দাফি এবং ত্রিপোলির বাশিন্দাদের জন্যে তেলের অন্যতম উৎস । বিদ্রোহীদের একজন কমান্ডার বলছেন যে ত্রিপোলির সঙ্গে সংযুক্ত পাইপ লাইনটি বিচ্ছিন্ন করা হয়েছে তবে এর সত্যসত্য যাচাই করা সম্ভব হয়নি।

Zawiya শহর থেকে সংবাদদাতারা জানিয়েছেন যে বিদ্রোহীরা ঐ শহরের বেশির ভাগই নিয়ন্ত্রণ করে । গাদ্দাফি পন্থি সৈন্যরা বুধবার আবার গোলা নিক্ষেপ করেছে এবং ঐ শোধনাগারে বন্দুকবাজরা বিদ্রোহী যোদ্ধাদের ওপর গুলি চালায়।

এর আগের দিন গাদ্দাফী বাহিনী ঐ এলাকায় বোমা বর্ষন করে। লিবিয়ার কর্মকর্তারা ঐ শহরের নিয়ন্ত্রন হারানোর কথা অস্বীকার করেছেন। অন্তর্বতী কালীন বিপ্লবী পরিষদের নেতা মুস্তফা আব্দেল জলিল জানিয়েছেন গাদ্দাফীর প্রতিনিধিদের সঙ্গে তাদের প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষ কোন রকম যোগাযোগ হয়নি এবং গাদ্দাফী ক্ষমতা না ছাড়া পর্যন্ত যোগাযোগের কোন প্রশ্নই ওঠেনা।

XS
SM
MD
LG