অ্যাকসেসিবিলিটি লিংক

রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যার রাজনীতির আমরা বিরোধী : শেখ হাসিনা


একুশে অগাস্টের গ্রেনেড হামলায় নিহতদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন
একুশে অগাস্টের গ্রেনেড হামলায় নিহতদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলার বিবরণ দিয়ে বলেন, সরকারি মদদ ছাড়া এ ধরনের হামলা কখনই সম্ভব নয়। পরিকল্পিতভাবেই শাসক গোষ্ঠীর সহায়তায় এই হামলা চালানো হয়েছিল। সে সময় বিরোধীদল কোন সভা-সমাবেশ করলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হতো। বঙ্গবন্ধু এভিনিউ সমাবেশের সময় আমাদের কর্মীরা আশেপাশে ছাদগুলোতে পাহাড়া দিতো। কিন্তু সেদিন কাউকেই ছাদে উঠতে দেয়া হয়নি। সেদিন হামলার পর পুলিশ হতাহতদের উদ্ধার না করে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর টিয়ার গ্যাস ও লাঠি চার্জ করেছিল। এর একটা মাত্র উদ্দেশ্যেই ছিল যাতে হামলাকারীরা নির্বিঘ্নে পালিয়ে যেতে পারে। হামলার পর পরই সকল আলামত ধ্বংস করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন হত্যার মাধ্যমে নয় , রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিক ভাবে মোকাবিলা করাই যথার্থ।

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে স্থাপিত অস্থায়ী বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে দলীয় নেতৃবৃন্দকে সংগে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

XS
SM
MD
LG