অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের দূর্নীতি বিরোধী সক্রিয়বাদির অনশন ভঙ্গ


ভারতের দূর্নীতি বিরোধী সক্রিয়বাদির অনশন ভঙ্গ
ভারতের দূর্নীতি বিরোধী সক্রিয়বাদির অনশন ভঙ্গ

ভারতের সংস্কারপন্থি সক্রিয়বাদী আন্না হাজারে আজ রোববার নতুন দিল্লিতে এক গ্লাস ডাবের পানি ও মধু খেয়ে তার অনশন ভঙ্গ করেছেন। দূর্নীতির বিরুদ্ধে তার প্রতিবাদ গোটা দেশকে একত্রিত করে এবং শেষ পর্যন্ত দূর্নীতির বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের ব্যাপারে তার দাবি সংসদ মেনে নেয়। অনশন ভংগের সময়ে তার ভক্তরা মুহুর্মুহু শ্লোগান দিয়ে তাদের আন্দোলনের বিজয় ঘোষণা করেন ।

একজন বলছিলেন যে রমজানের এই পবিত্র মাসে , এই অনশন তাৎপর্যপূর্ণ। এ দিকে চুয়াত্তর বছর বয়সী হাজারে তার সমর্থকদের বলেন যে তার অনশন শেষ হলেও তিনি সংস্কারের জন্যে লড়ে যাবেন।

তিনি বলেন যে এই অনশন কেবল তিনি স্থগিত করেছেন , পুরোপুরি শেষ করবেন তখন , যখন তার দাবি পুরণ করা হবে। তার বক্তব্য রাখার পর তাকে মেডিকেল চেক আপের জন্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ দিকে হাজারের একজন প্রধান সহকারী অরবিন্দ কেজিরওয়াল বলেন যে তারা চান সরকার আইন প্রয়োগের আগে জনতার মতামত গ্রহণ করুক। শনিবার ভারতের সংসদের এক বিশেষ অধিবেশনে বিধায়করা একটি স্বাধীন দূর্নীতি বিরোধী নজরদারি প্রতিষ্ঠানগড়ে তোলার জন্য অর্থ মন্ত্রী পণব মুখোপাধ্যায়ের একটি প্রস্তাব সমর্থন করেন।

XS
SM
MD
LG