পাকিস্তানি পুলিশ বলছে যে একজন সন্দেহভাজন আত্মঘাতী গাড়ি বোমাবাজ নারী ও শিশুসহ কোয়েটায় ঈদের নামাজের পর দশজনকে হত্যা করেছে। কর্তৃপক্ষ বলছেন যে শিয়া মসজিদ থেকে শত শত লোক নামাজ পড়ে বেরুনোর সময়ে এই বোমা বিস্ফোরিত হয়।
পুলিশ মনে করে যে বোমাবাজটি মসজিদটিকেই লক্ষস্থল করেছিল কিন্তু রাস্তা বন্ধ থাকায় মসজিদের কাছে পৌছুতে পারেনি।
এই ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হন। এই বিস্ফোরণ এর কারণে অনেকগুলি গাড়িতে আগুন ধরে যায় এবং কাছের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। তাৎক্ষনিক ভাবে কেউ এই আক্রমণের দায় স্বীকার করেনি।