অ্যাকসেসিবিলিটি লিংক

ওয়াশিংটনে বাংলাদেশী প্রকৌশলী ও স্থপতিদের সম্মেলন


ওয়াশিংটনে বাংলাদেশী প্রকৌশলী ও স্থপতিদের সম্মেলন
ওয়াশিংটনে বাংলাদেশী প্রকৌশলী ও স্থপতিদের সম্মেলন

ওয়াশিংটন এলাকার একজন কম্পিউটার ইন্জিনীয়ার হলেন ফয়সাল কাদের। Tista Science and Technology নামে একটি প্রতিষ্ঠানের সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট তিনি। এছাড়া তিনি বাংলাদেশী আমেরিকান প্রকৌশলী ও স্থপতিদের সমিতি AABEA’র ওয়াশিংটন শাখার প্রেসিডেন্ট।

ওয়াশিংটনে বাংলাদেশী প্রকৌশলী ও স্থপতিদের সম্মেলন
ওয়াশিংটনে বাংলাদেশী প্রকৌশলী ও স্থপতিদের সম্মেলন

ওয়াশিংটনের উপকন্ঠে Maryland বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এই সমিতির দ্বিবার্ষিক সম্মেলন সম্পর্কে তিনি ভয়সে অব আমেরিকাকে জানালেন এবারের সেমিনারের মূল আলোচ্য বিষয় হলো Bangladesh 2030 and Beyond। ফয়সাল কাদের বলেন সেমিনার ছাড়াও ছোটদের বিঞ্জান মেলার আয়োজন আছে, আছে পুরস্কার বিতরনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

XS
SM
MD
LG