আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয় ছিল আমেরিকার শিক্ষা জগত।
আজ হ্যালো ওয়াশিংটনে আমাদের দুজন অতিথি ছিলেন জেবুন্নেসা লিলি রহমান এবং ড: নাজিব শাফিক।
জেবুন্নেসা লিলি রহমান একজন শিক্ষাবিদ। তিনি স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ে অ্যাকাডেমিক অ্যাডভাইসর। তিনি ঢাকায় ইউ এস আই এ তে এডিউকেশনাল অ্যাডভাইসিং সেন্টারে দীর্ঘদিন পরিচালক ছিলেন।
ড: নাজিব শাফিক পিট্সবার্গ বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি ও শিক্ষা বিভাগের অ্যাসিসটেন্ট প্রফেসর। শিক্ষার অর্থনীতি এবং শিক্ষার বিভিন্ন বিষয়ে তিনি গবেষণা করে থাকেন।
বাংলাদেশ, মালায়শিয়া এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান থেকে শ্রোতারা আমেরিকায় পড়াশুনার বিষয়ে প্রশ্ন করেন। যারা প্রশ্ন করেন তারা জানতে চান স্কলারশিপ, যুক্তরাষ্ট্রের শিক্ষার মান, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে কোন্ বিষয়ে পড়াশুনা করলে চাকরী পাওয়ার সম্ভাবনা ভাল হবে ইত্যাদি বিষয়ে।
অনুষ্ঠান পরিচালনা করেন শাগুফতা নাসরিন কুইন।