পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের শ্যাঙ্কসভিল ‘এ ইউনাইটেড এয়ারল্যান্স এর ফ্লাইট নাইন থ্রি তে নিহতদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে যোগদানের জন্যে যুক্তরাষ্ট্রের প্রাক্তন দু জন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং বিল ক্লিন্টন এখন সেখানে রয়েছেন। ঐ বিমানটি সন্ত্রাসীদের আক্রমণে ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর একটি মাঠে ভূপাতিত হয়।
সেখানকার স্মৃতিস্তম্ভটি সাদা পাথরে তৈরি এবং এখানে ফ্লাইট নাই থ্রির যাত্রী এবং বিমান কর্মিদের প্রচেষ্টা স্মরণ করা হয়েছে যারা অপহরণকারীদের কাবু করে বিমানটি ভূমিতে নামাতে বাধ্য করেছিলেন।
মি বুশ বলেন যে পাল্টা রুখে দাড়ানোর ব্যাপারে যাত্রীদের ওই সিদ্ধান্ত , ঐ আক্রমণের পর অন্যান্য আমেরিকানকে সেবার চেতনায় উদ্বুদ্ধ করেছিল। তিনি এটিকে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে প্রথম আক্রমণ বলে অভিহিত করেন।
মি ক্লিন্টন , দেশকে আরো হামলা থেকে রক্ষা করার ব্যাপারে মি বুশ এবং বর্তমান প্রশাসনকে ধন্যবাদ জানান। তিনি ও ঐ বিমানের ৪০ জন যাত্রী এবং বিমান কর্মিদের ভূমিকার প্রশংসা করে বলেন যে তারা ঠিক কাজটিই করেছিলেন। ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও ঐ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এই আক্রমণের দশম বার্ষিকী উপলক্ষে , শ্রদ্ধা জানাচ্ছেন , হামলার পর পর যারা উদ্ধারকর্মে ঝাপিয়ে পড়েছিলেন তাদের প্রতি এবং সামরিক বাহিনীর প্রতি আর সেই হাজার হাজার লোকের প্রতি যারা জীবন বিসর্জন দিয়েছেন।