শোকার্ত এই পিতা বলেন যে সবাই যদি ও বলছে যে দশ বছর চলে গেছে , কিন্তু তাঁর নিজের কাছে এই স্মৃতি এতটাই জাগ্রত যে তিনি এখন ও মনে করেন এ যে মাত্র দশ মূহুর্ত আগের কথা। তার মনে হয় এই তো মাত্র সেদিনই তার মেয়ের সঙ্গে তিনি কথা বলেছেন। প্রত্যেক বছরই তারা নিউ ইয়র্কের গ্রাউন্ড জিরোতে তাদের স্মরণ সভায় তিনি এবং তাঁর স্ত্রী যোগ দেন , তাদের কবর ও জিয়ারত করেন , তারা। যে কয়েকটি মাত্র দেহকোষ ডিএন এ পরীক্ষার মাধ্যমে সনাক্ত করা গেছে সে ক’টিই তারা সমহিত করতে পেরেছেন।
অন্যবারের চেয়ে এবার পার্থক্যটা হচ্ছে যে নিউ ইয়র্কের গ্রাউন্ড জিরোতে ন্যাশনাল মেমেরিয়ালে তাদের নাম এখন খোচিত এবং সেখানেই তারা সকলেই স্মরণ সভায় অংশ নিচ্ছেন।
শরীফ আহমেদ চৌধুরী বলেন আসলে সন্ত্রাসীদের কোন ধর্ম নেই। তাদের ধর্ম সন্ত্রাসবাদ। তিনি সন্ত্রাসবাদ মুক্ত এক বিশ্ব দেখতে চান, শান্তিপূর্ণ এক পৃথিবীর প্রত্যাশি তিনি। ।