আনোয়ার আকাশ, অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলা একাডেমির পরিচালক। বাংলা ভাষা ও বাঙালির শিল্প-সাহিত্য –সংস্কৃতি চর্চার উদ্যোগ নিয়েছেন তিনি । বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডা সফর করছেন , তার এই প্রচেষ্টাকে এগিয়ে নিতে। ভয়েস অফ আমেরিকার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি তাঁর এই প্রয়াসের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেছেন। তিনি বলেন যে প্রবাস জীবনে তিনি লক্ষ্য করেছেন , নতুন প্রজন্মের বাঙালি ছেলেমেয়েদের শেকড়ে ফিরে যাবার প্রয়োজনীয়তা আর সেখান থেকেই শুরু তাদের কার্যক্রমের । তারা নতুন প্রজন্মের ছেলেমেয়েদের বুঝিয়েছেন কি ভাবে মূল্যায়ন করতে হবে নিজেদের শিল্পি সাহিত্যিকদের। একই সঙ্গে তারা ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিভিন্ন গবেষণা চালিয়ে সেই সব ক্ষেত্রকে চিহ্নিত করেছেন যে সব ক্ষেত্রে কাজ করা সম্ভব।
তাদের উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে , মাই ল্যাংগুয়েজ , মাই ফ্রিডম , কোয়ালিটি ইন হাইয়ার এডুকেশান এবং স্টুডেন্ট অ্যাম্বাসাডর লিডারশীপ প্রোগ্রাম। এই সাক্ষাৎকারে তিনি তাদের প্রতিষ্ঠানের এই সব কার্যক্রম তুলে ধরেন।