দু জন আমেরিকান যারা পায়ে হেঁটে ইরানে প্রবেশ করেছিল এবং ২০০৯ সাল থেকে ইরানে বন্দী ছিল, তারা মুক্তি পাবার পর ওমানে পৌছে স্বজনদের সঙ্গে আনন্দঘন পরিবেশে মিলিত হন।
শেইন বাওয়ার ও জশ ফাটালকে বহনকারী বিমানটি যুক্তরাষ্ট্রে আসার পথে ওমানের রাজধানী মাস্কাটে এসে পৌছুয়।
বিমান বন্দরে এক সংক্ষিপ্ত বিবৃতিতে ফাতাল বলেন যে তারা দু জন মুক্তি পেয়ে অত্যন্ত আনন্দিত।
ওয়াশিংটনে প্রেসিডেন্ট বারাক ওবামা, বাওয়ার ও ফাটালের মুক্তিকে স্বাগত জানিয়ে বলেন যে তাদের পরিবারের তরফ থেকে অক্লান্ত প্রচেষ্টাই এই মুক্তি সম্ভব করেছে। তিনি ওমানের , সুলতান , ইরাকের প্রেসিডেন্ট এবং সুইস সরকার সহ বিশ্বব্যাপী বন্ধুদের প্রতি তাঁর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বিচারক দু জনকে দশ লক্ষ ডলার এর একটি যৌথ জামিনে মুক্তি দেন।