অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে যুক্তরাষ্ট্র “ বিশৃঙ্খল “ অবস্থায় রয়েছে : গিলানি


পাকিস্তানের সেনা প্রধান জেনারেল কায়ানি এবং যুক্তরাষ্ট্রের জয়েন্ট চীফস অফ স্টাফ অ্যাডমিরাল মাইব মালেন ( ফইল ফটো)
পাকিস্তানের সেনা প্রধান জেনারেল কায়ানি এবং যুক্তরাষ্ট্রের জয়েন্ট চীফস অফ স্টাফ অ্যাডমিরাল মাইব মালেন ( ফইল ফটো)

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছেন যে পাকিস্তান আফগান বিদ্রোহীদের মদদ দিচ্ছে , যুক্তরাষ্ট্রের এই অভিযোগ আসলে আফগানিস্তানের ব্যাপারে , তার কথায় যুক্তরাষ্ট্র সরকারের বিভ্রান্তি ও বিশৃঙ্খল নীতিরই বহিপ্রকাশ।

শনিবার রাতে ইউসুফ রাজা গিলানি বলেন,পাকিস্তানের বিরুদ্ধে তার কথায় সম্প্রতি ওয়াশিংটনের প্রোগান্ডা চমক ছিল সব চেয়ে দূর্ভাগ্যজনক ঘটনা যেখানে পাকিস্তানি জনগণের অর্জন ও ত্যাগকে অবজ্ঞা করা হয়েছে।

এ দিকে পাকিস্তানের সেনাপ্রধান রোববার তার সিনিয়র কমান্ডারদের সঙ্গে নিরাপত্তা পরিস্থিতি আলোচনার জন্যে বৈঠক করছেন। পাকিস্তানে যাকে সব চেয়ে ক্ষমতাধর ব্যক্তি বলে মনে করা হয় সেই জেনারেল আশফাক কাইয়ানি , ওয়শিংটনের অভিযোগকে ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছেন।

XS
SM
MD
LG