সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রী নবগঠিত বিরোধী পরিষদকে স্বীকৃতি না দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে দিয়েছেন।
আজ ওয়ালিদ আল মোয়াল্লেম বলেছেন যে যারা সিরীয় ন্যাশনাল কাউন্সিলকে স্বীকৃতি দেবে তাদের বিরুদ্ধে দামেস্ক সরকার কঠোর ব্যবস্থা নেবে। তিনি বলেন যে বিরোধী গোষ্ঠিটি অবৈধ।
বেশ কিছু সিরীয় বিরোধী নেতারা শনিবার স্টকহোমে এক বৈঠকে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেয়ার কৌশল নিয়ে আলাপ আলোচনা করেছেন।
এরই মধ্যে গতকাল শনিবার সিরীয় নিরাপত্তা বাহিনী , একজন কুর্দি বিরোধী নেতার জানাজায় উপস্থিত শোকার্ত জনতার ওপর গুলি চালালে পাঁচ জন নিহত হয়।
প্রত্যক্ষদর্শিরা বলছেন যে এই প্রাণঘাতী গুলি চালনার ঘটনাটি ঘটে কামিশলি গ্রামে যেখানে মাশাল তামোর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্যে ৫০ হাজার লোক উপস্থিত হয়েছিলেন। তিনি কুর্দিশ ফিউচার পার্টির প্রতিষ্ঠতা সদস্য ছিলেন। শুক্রবার তাঁর বাড়িতে নাম না জানা বন্দুকধারীরা তাকে হত্যা করে।
তাঁর শেষ কৃত্যানুষ্ঠান শেষ পর্যন্ত প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে গণসমাবেশে পরিণত হয়।