পাকিস্তানি কর্মকর্তারা বলছেন যে মনে করা হচ্ছে যুক্তরাষ্ট্রের ড্রোন আক্রমণে , আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন , পাকিস্তানের উত্তর পশ্চিম উপজাতীয় এলাকায় অন্তত চার জন জঙ্গি নিহত হয়েছে।
কর্তৃপক্ষ বলছে যে আজ রোববার উত্তর ওয়াজিরিস্তান অঞ্চলের দাত্তা খেল শহরের কাছে ড্রোনের মাধ্যমে একটি গাড়িতে চারটি ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করে।
যুক্তরাস্ট্রের কর্মকর্তারা পাকিস্তানের অভ্যন্তরে ড্রোন হামলার কথা কখনই প্রকাশ্যে স্বীকার করেননি তবে বিভিন্ন সংবাদ মাধ্যমকে ড্রোনের অস্তিত্ব সম্পর্কে তারা একান্তে নিশ্চিত করেছেন। পাকিস্তান এই ধরণের আক্রমণকে তার সাবভেৌমত্ব লংঘন বলে নিন্দে করেছে তবে মনে করা হচ্ছে যে এই ধরণের অভিযান পাকিস্তানের গোয়েন্দ বাহিনীর সহযোগিতায় চালানো হচ্ছে।