অ্যাকসেসিবিলিটি লিংক

হত্যা কান্ডের পর রেড ক্রস পাকিস্তানে কার্যক্রম বন্ধ করেছে


আন্তর্জাতিক রেড ক্রস কমিটি বলেছে তাদের এক কর্মীর হত্যার ঘটনার পর তারা পাকিস্তানের পেশাওয়ার ও করাচী শহরে তাদের দফতরগুলোতে সব তত্পরতা বন্ধ করে দিয়েছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে আইসিআরসি কর্মকর্তারা বলেন যদিও ওই সব এলাকায় কাজ বন্ধ করে দেওয়া হলে, আহত ও অসুস্থ লোকজনের উপর সুদুর প্রসারিত প্রভাব পড়বে, তাদের সংগঠনকে, কর্মীদের নিরাপত্তা ও মানবিক প্রচেষ্টার মধ্যে ভারসাম্য রাখার বিষয়টি সম্পূর্ণ ভাবে পুনর্মূল্যায়ন করতে হচ্ছে।

বিদ্রোহ কবলিত বালুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় পুলিশ বলেছে ব্রিটিশ চিকিত্সক ড: খালিল রাসজেদ ডেলকে হত্যার দায় স্বীকার করেছে তালেবান। এপ্রিল মাসের ২৯ তারিখে ড: ডেলের শিরশ্ছেদ করা দেহের সঙ্গে ওই নোট পাওয়া যায়।

XS
SM
MD
LG