অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় অব্যাহত সহিংসতা সত্বেও আরব লীগের সিরিয়া পরিকল্পনা প্রকাশ করার কথা


সিরিয়ায় অব্যাহত সহিংসতা সত্বেও আরব লীগের সিরিয়া পরিকল্পনা প্রকাশ করার কথা
সিরিয়ায় অব্যাহত সহিংসতা সত্বেও আরব লীগের সিরিয়া পরিকল্পনা প্রকাশ করার কথা

সিরিয়ায় বুধবার ও অব্যাহত সহিংসতায় কমপক্ষে এগারোজন মারা যায় । এ দিকে আশা করা হচ্ছে যে সিরীয় বিদ্রোহীদের বিরুদ্ধে সেখানকার সরকারের দমন অভিযান বন্ধের লক্ষে আরব লীগ একটি পরিকল্পনা ঘোষণা করবে।

সিরিয়ার বিরোধী আন্দালনকারীরা বলছে যে বন্দুকধারীরা হমস প্রদেশের ফার লাহা গ্রামে বুধবার এগারো জন কারখানা শ্রমিককে হত্যা করে। তবে ঐ ঘটনার বিস্তারিত কিছু জানা যায়নি।বিরোধী কর্মিরা বলছে যে নিরাপত্তার লোকজন হমস শহরের আশপাশে ৫ জন অসামরিক লোককেও হত্যা করেছে।

এই মৃত্যুর ঘটনাটি এমন এক সময়ে ঘটলো যখন এই পরিকল্পনার বিষয়ে আরব লীগের সদর দপ্তর থেকে একটি ঘোষণা আশা করা হচ্ছে। সিরিয়ার একটি রাষ্ট্রীয় বার্তায় বলা হয়েছে যে সিরীয় কর্তৃপক্ষ এবং আরব লীগের মন্ত্রী পর্ষদ বিষয়ক কমিটি চূড়ান্ত নথিপত্র তৈরির ব্যাপারে সম্মত হয়েছে। তবে এই চুক্তির সুনির্দিষ্ট শর্তগুলি প্রকাশ করা হয়নি।

এ সপ্তার গোড়ার দিকে , আরব লীগের কুটনীতিকরা একটি প্রস্তাব প্রকাশ করেন যেখানে সিরীয় সরকারকে রাস্তাঘাট থেকে নিরাপত্তা বাহিনী প্রত্যাহার করা, অসামরিক লোকদের বিরুদ্ধে সরকারী বাহিনীর সহিংস অভিযান বন্ধ করা এবং কায়রোতে সিরিয়ার সরকার বিরোধীদের সঙ্গে আলোচনা শুরু করার কথা বলা হয়েছে।

XS
SM
MD
LG