অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানের বিস্ফোরণে ৬ জন নিহত


হেরাতে আরেকটি আত্মঘাতী অক্রমণের ছবি ( ফাইল থেকে)
হেরাতে আরেকটি আত্মঘাতী অক্রমণের ছবি ( ফাইল থেকে)

আফগানিস্তানের উত্তরাঞ্চলে কর্মকর্তারা বলছেন যে একজন আত্মঘাতী বোমাবাজ , একজন পুলিশ সহ কমপক্ষে ছ জনকে হত্যা করেছে , আহত হয়েছে আরও পনেরো জন।

কর্তৃপক্ষ বলছে যে বাঘলান প্রদেশে নামাজ শেষে নামাজিরা মসজিদ থেকে বেরিয়ে আসার সময়ে হামলাকারীরা এই আঘাত হানে। আজ সেখানে ঈদের এই প্রথম দিনে এই আক্রমণটি ঘটলো।

আফগানিস্তানের অভ্যনন্তরীণ মন্ত্রকের একজন মুখপাত্র বলছেন যে এই তৎপরতায় দু জন আত্মঘাতী বোমাবাজ জড়িত ছিল , যাদের একজন বিস্ফোরণটি ঘটায় তবে অপর জনকে বিস্ফোরণ ঘটানোর আগেই আটক করা হয়।

তাৎক্ষনিক ভাবে কেউ দায় স্বীকার করেনি তবে তালিবানরা নিয়মিতই আফগান কর্মকর্তা এবং নিরাপত্তা বাহিনীকে যেমন তেমনি আন্তর্জাতিক বাহিনীকেও তাদের আক্রমণের লক্ষে পরিণত করেছে। শুক্রবার তালিবান অবশ্য তাদের যোদ্ধাদের উদ্দেশ্যে জারি করা এক বিবৃতিতে অসামরিক লোকজনকে হত্যা করা বন্ধ করতে আহ্বান জানিয়েছে।

আফগানিস্তানের এক সময়কার শান্তিপূর্ণ উত্তরের প্রদেশগুলোতে সহিংসতা এখন নিয়মিত ব্যাপার হয়ে দাড়িয়েঁছে কারণ বিদ্রোহীরা এখন প্রমাণ করতে চায় যে তারা তালিবানের শক্ত ঘাটি দক্ষিণের বাইরেও হামলা চালাতে সক্ষম।

XS
SM
MD
LG