অ্যাকসেসিবিলিটি লিংক

আসাদ সমর্থকরা সিরিয়ায় বিক্ষোভ প্রদর্শন করেছে


আসাদ সমর্থকরা সিরিয়ায় বিক্ষোভ প্রদর্শন করেছে
আসাদ সমর্থকরা সিরিয়ায় বিক্ষোভ প্রদর্শন করেছে

আরব লীগে সিরিয়ার সদস্যপদ আপাততঃ স্থগিত রাখার জোটের সিদ্ধান্তের প্রতিবাদে হাজার হাজার সিরিয় সরকার সমর্থক দ্বিতীয় দিনের মত প্রধান শহরগুলোতে বিক্ষোভ সমাবেশ করে। আরব লীগ সরকার বিরোধী গণ আন্দোলন রোধে সিরিয় সরকারের অব্যাহত রক্তক্ষয়ী দমননীতির প্রতিবাদে সিরিয়ার সদস্যপদ সাময়িকভাবে বাতিল ক’রে দেয়।

রবিবার সিরিয়ার সরকারী টেলিভিশনে দামেষ্ক, আলেপ্পো এবং অন্যান্য শহরে সরকারপন্থী বিরাট জমায়েতের ছবি প্রদর্শন করে। সমাবেশে অংশ গ্রহনকারীদের অনেকে সিরিয়ার পতাকা ও প্রেসিডেন্ট বাশার আল আসাদের ছবি আন্দোলিত করতে থাকে।

আরব লীগ শনিবার এক ভোটে জোটে সিরিয়ার সদস্যপদ বুধবার থেকে সাময়িকভাবে খারিজ করে। সিরিয়ার আসাদ সরকার বিরোধী পক্ষের সঙ্গে সংলাপ চালাতে এবং আট মাসের বিক্ষোভ দমন থেকে বিরত থাকার জন্য আঞ্চলিক গোষ্ঠির আহবানে সাড়া না দিলে আরব লীগ ঐ ব্যবস্থা অব্যাহত রাখবে।

আরব লীগের সিদ্ধান্তে ক্রুদ্ধ সিরিয় প্রেসিডেন্টের অনুসারীরা শনিবার সোদি ও কাতার দুতাবাসে হামলা চালায়। সৌদি আরব সিরিয়ার রাজধানীতে তাদের দুতাবাসে আক্রমনের নিন্দা ক’রে বলে সিরিয়ায় সব সৌদি স্থাপনার নিরাপত্তার জন্য দামেষ্ক দায়ী থাকবে।

XS
SM
MD
LG