অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্বযুদ্ধের পর এটিই হচ্ছে ইউরোপের জন্যে কঠিনতম সময় : মার্কেল


G

জার্মান চা্ন্সালার আঙ্গেলা মার্কেল বলছেন যে ইউরো অঞ্চলের আর্থিক সমস্যাগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সব চেয়ে বড় সঙ্কট বলে প্রমাণিত হতে পারে এবং তিনি এই চ্যালেঞ্জ মোকাবিলায় আরো বেশি করে ইউরোপীয় সংহতির আহ্বান জানান।

মিজ মার্কেল যিনি , ইউরোপের সব চেয়ে শক্তিশালি অর্থনীতির নের্তৃত্ব দিচ্ছে , সোমবার তার দলের সদস্যদের বলেন যে গ্রীস , ইটালি এবং অন্যান্য দূর্বল অর্থনীতির , ঋণ সমস্যা নিয়ে অভিন্ন মুদ্রা যদি ক্ষতি গ্রস্ত হয় তা হলে ১৭ রাষ্ট্র বিশিষ্ট এই একতাবদ্ধ ইউরোপ ব্যর্থতায় পর্যবসিত হতে পারে।

জার্মান নেতার এই মন্তব্য এমন সময়ে আসলো যখন ইটালি ও গ্রীসের নতুন নেতারা ব্যাপক ঋণ সমস্যা এবং প্রবৃদ্ধির ধীর গতি মোকাবিলায় কাজ করে যাচ্ছেন।

XS
SM
MD
LG