অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার সঙ্গে পারমানবিক চুক্তি সম্পাদন করলো বাংলাদেশ


পারমানবিক বিদ্যুত্ কেন্দ্র স্থাপনের লক্ষ্যে, বাংলাদেশ, রাশিয়ার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। ২০০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই বিদ্যুত্ কেন্দ্রটির কাজ শুরু হবে ২০১২ সালে। রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে চূড়ান্ত সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ। বুধবার ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন বিজ্ঞান ও তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান ও রাশিয়ার পক্ষে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও সে দেশের রাষ্ট্রীয় পরমাণু জ্বালানি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক সের্গেই কিরিয়েনকো। চুক্তিতে বলা হয়েছে, রাশিয়া সরকার রূপপুর পরমাণু প্রকল্প এলাকায় আনুমানিক প্রতিটি ১০০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সব ধরনের সহযোগিতা দেবে।

XS
SM
MD
LG