অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূতকে স্মরক বিবাদে ইসলাোবাদে তলব


যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূতকে স্মরক বিবাদে ইসলাোবাদে তলব
যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূতকে স্মরক বিবাদে ইসলাোবাদে তলব

যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূত পাকিস্তানের শক্তিশালী সেনাবাহিনীর ওপর আমেরিকার প্রভাব খাটানোর আবেদন সংক্রান্ত বিতর্কিত মেমোটি সম্পর্কে ব্যাখ্যা দিতে ইসলামাবাদ ফিরে গিয়েছেন।

রাষ্ট্রদূত হুসেইন হাক্কানী পুর্বতন শীর্ষ আমেরিকান সামরিক কর্মকর্তা এডমিরাল মাইক মুলেনের কাছে মে মাসে পাঠানো একটি চিঠিকে নিয়ে সৃষ্ট রাজনৈতিক ঝড়ের কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছেন।

সেই মেমোতে প্রাক্তন আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যার যুক্তরাষ্ট্রের অভিযানের প্রতিক্রিয়ায় পাকিস্তানে সামরিক অভ্যুত্থান রোধে যুক্তরাষ্ট্রের সাহায্যের আবেদন করা হয়। ওই মেমোটি মিষ্টার হাক্কানীর অনুরোধে পাকিস্তানে জন্মগ্রহনকারী যুক্ত্ররাষ্ট্রের নাগরিক মানসুর ইজায পোঁছে দেন বলে খবরে বলা হয়।

পাকিস্তানী প্রেসিডেন্ট আসিফ আলী জারদারীর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত রাষ্ট্রদুত হাক্কানী ঐ মেমোর সঙ্গে কোনরকম যোগসুত্রিতার কথা অস্বীকার করে সেই বিতর্কের কারণে পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেন। মিষ্টার হাক্কানী পাকিস্তানে অবস্থান কালে প্রেসিডেন্ট যারদারী ও অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে মেমো কেলাঙ্কারী নিয়ে কথা বলবেন বলে খব্রে প্রকাশ।

XS
SM
MD
LG