অ্যাকসেসিবিলিটি লিংক

সালেহ বৃহস্পতিবারের হত্যার নিন্দে করেছেন , তদন্তের নির্দেশ দিয়েছেন


সালেহ বৃহস্পতিবারের হত্যার নিন্দে করেছেন , তদন্তের নির্দেশ দিয়েছেন
সালেহ বৃহস্পতিবারের হত্যার নিন্দে করেছেন , তদন্তের নির্দেশ দিয়েছেন

ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ বৃহস্পতিবার রাজধানী সানায় জীবননাশী সহিংসতার ব্যপারে তদন্তের আদেশ দিয়েছেন। এর ঠিক একদিন আগেই তিনি ক্ষমতা ত্যাগ করার ব্যাপারে আরব লীগের পরিকল্পনায় রাজী হন।

বৃহস্পতিবার দিনে আরও আগের দিকে প্রত্যক্ষদর্শীরা জানান, মি সালেহ’র অনুগত বন্দুকধারীরা প্রতিবাদকারীদের ওপর গুলী চালালে পাঁচ জন নিহত হয় । তারা ক্ষমতা হস্তান্তের এক চুক্তির বিষয়ে ক্ষুব্ধ, যে চুক্তির অধীনে জনাব সালেকে বিচার থেকে অব্যাহতি দেওয়া হবে ।

রাষ্ট্র পরিচালিত সাবা বার্তা সংস্থা বলছে যে মি সালেহ এই সহিংসতার নিন্দে করেছেন এবং দুঃখ প্রকাশ করে বলেছেন যে দেশের ভেতরে কিছু মহল ও শক্তি শান্তি ও স্থিতিশীলতার বিরোধীতা করছে।

বুধবার মি সালেহ ও তার বিরোধী নেতারা, দেশের ভাইস প্রেসিডেন্ট আবেদ ষাব্বো মানসুর হাদির কাছে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে দীর্ঘ-প্রতীক্ষিত চুক্তি স্বাক্ষর করেন। আরব লীগের মধ্যস্ততায় স্বাক্ষরিত এই চুক্তিতে নির্ধারিত সময়ের আগে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে ।

আল ক্বায়দা সংশ্লিষ্ট জঙ্গিরা এরই মধ্যে দক্ষিণ ইয়েমেনের অনেক অংশের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে এবং সরকার অন্যান্য অঞ্চলেই গোলযোগ সামাল দিতে হিম সিম খাচ্ছে।

XS
SM
MD
LG