অ্যাকসেসিবিলিটি লিংক

মিশরে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত: সামরিক বাহিনীর সতর্কবার্তা


মিশরে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত: সামরিক বাহিনীর সতর্কবার্তা
মিশরে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত: সামরিক বাহিনীর সতর্কবার্তা

মিশরের প্রতিবাদকারীরা অন্তর্বর্তী সরকার গঠনের দাবীতে রবিবার কায়রোর কেন্দ্রস্থলে সমবেত হয়। ওদিকে মিশরীয় সামরিক শাসকেরা সবাইকে সতর্ক ক’রে বলেন, সেদেশের রাজনৈতিক অস্থিরতার দ্রুত অবসান না হ’লে তাদের ভাষায় মারাত্মক পরিণতি ঘটতে পারে।

ফিল্ড মার্শাল হুসেইন তান্তাওয়ী আরো বলেন, শাসক সামরিক কাউন্সিল সোমবারের নির্ধারিত সংসদীয় নির্বাচনে ঝামেলা সৃষ্টিকারিদের কোন রকম হস্তক্ষেপ বরদাশত করবেনা। তিনি বলেন, মিশর এখন এক ক্রান্তিলগ্নে পৌঁছেছে; দেশ হয় সফল নির্বাচনের মধ্য দিয়ে নিরাপদ অবস্থানে যেতে পারে, নয়ত ভয়ানক প্রতিবন্ধকার সম্মুখিন হবে – সেনাবাহিনি যা কখনো হতে দেবেনা।

মিষ্টার তান্তাওয়ী এমন এক সময় তাঁর সতর্কবানী উচ্চারন করলেন যখন হাজার হাজার প্রতিবাদকারী মিশরের সেনাবাহিনীর ক্ষমতাত্যাগের দাবীতে কায়রোর তাহরির স্কোয়ারে ব্যপক বিক্ষোভে সমবেত হয়। তাঁরা প্রেসিডেন্ট নির্বাচনের আগে যথাশীঘ্রসম্ভব জাতীয় পরিত্রান সরকারের হাতে সেনাবাহিনীর ক্ষমতা সমর্পনের আহবান জানায়।

বিক্ষোভে অংশগ্রহনকারী বেশ ক’টি বিপ্লবী যুব সম্প্রদায়ের মোর্চা নবেল শান্তি পুরষ্কার বিজয়ী মোহামেদ এলবারাদেইর নেতৃত্বে রাজনৈতিক জগতের বিভিন্ন মেরুর প্রতিনিধিদের সমন্বয়ে একটি অন্তর্বর্তি সরকার গঠনের প্রস্তাব দেয়। মিষ্টার এলবারাদেই শনিবার জানান, তিনি মিশরের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিন্তা করবেন না।

XS
SM
MD
LG