অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় অস্ত্র বিরতী আসন্ন তবে সহিংসতা এখনও চলছে


আন্তর্জাতিক দূত কোফি আনান বলেন সিরিয়ার সরকার তাকে আশ্বস্ত করেছে, বৃহস্পতিবার সকালে থেকে অস্ত্র বিরতির যে সর্বশেষ সময়সীমা ধার্য আছে তার প্রতি তারা সম্মান প্রদর্শন করবে। তবে বুধবারেও বিদ্রোহীদের এলাকা গুলোতে সরকার বাহিনী আক্রমন আভিযান অব্যাহত রেখেছে।

মিঃ আনান বলেন, তিনি প্রভাবশালী সরকারদের সঙ্গে আলোচনা করেছেন। সিরিয়ার সবগুলো দলকেই নিশ্চিত করেছেন যাতে যুদ্ধ বিরতির প্রতি সকলেই সম্মান প্রদশর্ন করে। সিরিয়ার সময় বৃহস্পতিবার সকাল ৬টায় যুদ্ধ বিরতী শুরু হবার কথা রয়েছে।

মিঃ আনান তেহরানে ইরানের পররাষ্ট্র মন্ত্রী আলী আকবর সালেইর সংগে আলোচনার পর বুধবার সাংবাদিকদের বলেন তিনি সিরিয়ার সহিংসতা অবসানে লক্ষ্যে সিরিয়ার প্রধান মিত্রদেশের সাহায্যর আহ্বান জানিয়েছেন ।

সিরিয়ার অধিকার গোষ্ঠিগুলো বলছে বুধবার হোমসের মধ্যাঞ্চলে এবং দামেস্কে সরকারী সেনাদের হামলায় ১১ব্যক্তি নিহত হয়েছে।

XS
SM
MD
LG