নিউ ইয়র্ক ভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ গ্রুপ তাদের রিপোর্টে যে বলেছে যে বাংলাদেশে অপরাধ দমনের জন্যে গঠিত বিশেষ বাহিনী বিচার বহির্ভূত হত্যা করেছে, বাংলাদেশ তা প্রত্যাখান করেছে।
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী শাহারা খাতুন বলেন হিউম্যান রাইটস ওয়াচ গ্রুপ মঙ্গলবার প্রকাশিত রিপোর্টে যে সব দাবি করা হয়েছে তা সত্যি নয়। তিনি বলেন বিশেষ বাহিনী, আত্নরক্ষার জন্য শুধু ওই সব পদক্ষেপ নিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী শাহারা খাতুন ভয়েস অফ আমেরিকা বলেন:
হিউম্যান রাইটস ওয়াচ গ্রুপ এর রিপোর্টে বলা হয়েছে, ২০০৯ সালের পর থেকে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন প্রায় ২ শ ব্যাক্তিকে হত্যা করেছে। মানবাধিকার ওয়াচ গ্রুপের এশিয়া বিভাগীয় পরিচালক ব্র্যাড এ্যাডাম্স বলছেন – বাংলাদেশে একটা নিধন বাহিনী কাজ করে চলেছে । যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন
গ্রুপটি যুক্তরাষ্ট্র, বৃটেন এবং অস্ট্রেলিয়াসহ আন্তর্জাতিক দাতাদের প্রতি এ ক্ষেত্রে নাটকীয় কোনো পরিবর্তন না ঘটা পর্যন্ত বাংলাদেশকে সাহয্য দেওয়া বন্ধ করবার জন্যে আহ্বান জানিয়েছে।