অ্যাকসেসিবিলিটি লিংক

পাপাডেমস গ্রীসের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন


পাপাডেমস গ্রীসের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন
পাপাডেমস গ্রীসের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন

এক সপ্তাহ ধরে কোয়ালিশন গঠনের বিষয়ে জোর আলোচনার পর লুকাস পাপাডেমস গ্রীসের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। কোয়ালিশন সরকার দেশকে গভীর আর্থনীতিক সঙ্কট থেকে উদ্ধার করবে বলে আশা করা হচ্ছে।

মি পাপাডেমস শুক্রবার পরে তার মন্ত্রী পরিষদের নাম ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে। জর্জ পাপেনড্রিওর বিদায়ী প্রশাসনের বেশ কয়েকজন মন্ত্রী নতুন মন্ত্রী পরিষদে থাকবেন বলে মনে করা হচ্ছে। জর্জ পাপেনড্রিও রবিবার তার চার বছরের মেয়াদের মাঝখানে ক্ষমতা ছেড়ে দেন।

বৃহস্পতিবার গ্রীসের দ্বন্দ্বে লিপ্ত রাজনৈতিক নেতৃবৃন্দ দেশের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে মি পাপাডেমস এর নাম ঘোষণা করেন। মি পাপাডেমস ইউরোপীয় কেন্দ্রীয় ব্যংক এর সাবেক ভাইস প্রসিডেন্ট। জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা।

XS
SM
MD
LG