সিরিয়ার নেতা বাশার আল আসাদের বিরোধীরা শুক্রবার দেশব্যাপী প্রতিবাদ বিক্ষোভ করে। বিরোধী নেতারা বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানান তারা যেন আরব লিগে সিরিয়ার সদস্যত্ব বাতিল করে দেওয়ার ডাক দেয়।
২২ সদস্যের লিগ শনিবার কায়রোতে জরুরী বৈঠক করবেন সিরিয়ার অস্থিতিশীলতা নিয়ে আলোচনার জন্য।
সিরিয়ার সরকারের সঙ্গে একটা মতৈক্য ভেঙ্গে যাওয়ার পর এই বৈঠকের আয়োজন করা হয়। ওই চুক্তিতে মতবিরোধীদের বিরুদ্ধে নৃশংস দমন অভিযান বন্ধ করার জন্য সিরিয়ার সরকারের প্রতি আহ্বান জানানো হয়।