অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় ১১ জন নিহত , আরব লীগের আহ্বানে দামেস্কের ইতিবাচক সাড়া দেওয়ার দাবি


সিরিয়ায় ১১ জন নিহত , আরব লীগের আহ্বানে দামেস্কের ইতিবাচক সাড়া দেওয়ার দাবি
সিরিয়ায় ১১ জন নিহত , আরব লীগের আহ্বানে দামেস্কের ইতিবাচক সাড়া দেওয়ার দাবি

সিরিয়ার অধিকার গোষ্ঠিগুলি বলছে যে সেখানে সোমবার সহিংসতায় ১১ জন নিহত হয়েছে অন্যদিকে সিরিয়া বলছে যে গণতন্ত্রকামি উত্থানের বিরুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রাণঘাতী অভিযান বন্ধের প্রতিশ্রুতি যাচাইয়ের জন্যে ঐ দেশে আরব লীগের পর্যবেক্ষক পাঠানোর দাবীর প্রতি তারা ইতিবাচক সাড়া দিয়েছে।

সিরিয়ান অবজারভেটারী ফর হিউমান রাইটস এর প্রধান সোমবার ভয়েস অফ আমেরিকাকে বলেন নিরাপত্তা বাহিনী হমস এ ৫ জনকে গুলি করে হত্যা করেছে। আরও একজন মারা গেছে দারার কাছে , অন্য আরেকজন তার গুলির আঘাতে মারা গেছে আজই।

সিরিয়ার অধিকার গোষ্ঠিগুলি বলছে যে রোববার প্রতিবাদের কেন্দ্রস্থলে অনেক ঘর বাড়িতে আক্রমণ চালিয়ে সরকার পন্থি মিলিশিয়ারা ৩৫ জনকে হত্যা করেছে। তারা বলছেন যে বেশির ভাগ হত্যার ঘটনা ঘটেছে মধ্যাঞ্চলের হমস প্রদেশে

ও দিকে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র জিহাদ মাকদিসি আজ সোমবার বলেছেন রোববার রাতে আরব লীগের প্রধান ন নাবিল এলারাবির কাছে লেখা এক চিঠিতে সরকার পর্যবেক্ষক গ্রঞণ করতে রাজি হয়েছে। লীগ দাবি করেছিল যে তাদের একটি পর্যবেক্ষক মিশনকে রোববারের মধ্যে সিরিয়া ঐ দেশে প্রবেশের অনুমতি না দিলে নতুন নিষেধাজ্ঞার সম্মুখীন হবে দেশটি। ২২ রাষ্ট্র বিশিষ্ট ঐ সংগঠনের তরফ থেকে সিরিয়ার ঐ চিঠির ব্যাপারে তাৎক্ষনিক কোন জবাব দেওয়া হয়নি।

সিরিয়ার বিরুদ্ধে জারি করা এ পর্যন্ত নিষেধাজ্ঝার মধ্যে রয়েছে সিরিয়ার নেতাদের ভ্রমণ এবং তাদের সম্পদের লেন দেন বন্ধ করে দেয়া।

XS
SM
MD
LG