অ্যাকসেসিবিলিটি লিংক

বড়দিনে নাইজেরিয়ায় বোমা আক্রমণে ২৫ জনের প্রাণ হানি


বড়দিনে নাইজেরিয়ায় বোমা আক্রমণে ২৫ জনের প্রাণ হানি
বড়দিনে নাইজেরিয়ায় বোমা আক্রমণে ২৫ জনের প্রাণ হানি

নাইজেরিয়ায় খ্রীষ্টমাসের দিনে কমপক্ষে চারটি বোমা বিস্ফোরণ ঘটেছে। এর মধ্যে রাজধানী আবুজার কাছে এক গির্জায় বড়দিনের প্রার্থনাকালে বিস্ফোরণে কমপক্ষে ২৫ ব্যক্তি প্রাণ হারিয়েছে। রবিবার মাদাল্লার শহরতলীতে সেইন্ট তেরিসা চার্চে খ্রীস্টমাস প্রার্থনার সময়ে বিস্ফোরনটি ঘটে।

উগ্রপন্থী মুসলিম সংগঠন বোকো হারাম ঐ আক্রমণের দায়িত্ব স্বীকার করেছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, বিস্ফোরণের পর ক্ষুব্ধ যুবকেরা পথে অগ্নি প্রজ্জলিত প্রতিবন্ধক স্থাপন করে। পুলিশ তাদের ছত্রভংগ করতে ফাকা গুলি ছোড়ে।

নাইজেরিয়ার জস শহরে আরেকটি গির্জার অদুরে অপর আরেকটি বিস্ফোরণ ঘটে। চরমপন্থী বোকো হারাম ওই আক্রমণের পেছনেও ছিল বলে দাবি করে। ওই আক্রমণের হতাহতের খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

উত্তর পুর্বের ইওবে রাজ্যের গাদাকা শহরের বাশিন্দারা জানান, সে শহরেও বড়দিনের প্রার্থনার সময়ে এক গির্জায় বোমা আক্রমণ ঘটে। ইওবে রাজ্যের পুলিশ রাজধানী দামাতুরুতে একটি গাড়ী বিস্ফোরনের খবর জানিয়েছে।

রবিবার ভ্যাটিকানের একজন মুখপাত্র সে সব আক্রমনের নিন্দা ক’রে বলেন, আরো ঘৃনা আর বিভ্রান্তি সৃষ্টির জন্যই ওই সব অন্ধ ঘৃনাপুর্ণ আক্রমন ঘটেছে।

পশ্চিম আফ্রিকী এই দেশটির উত্তরাঞ্চলে আব্যাহতভাবে সহিংস ঘটনা ঘটে চলেছে। নিরাপত্তা বাহিনী সেখানে বোকো হারাম নামের চরমপন্থী মুসলিম সংগঠনের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। দলটি জানায়, তারা নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।

XS
SM
MD
LG