পোপ বেনেডিক্ট তাঁর ঐতিহ্যবাহী খ্রিস্টমাসের বাণীতে সিরিয়ায় রক্তপাত বন্ধের আহবান জানিয়েছেন। ওদিকে ২০০০ বছর আগে যিশু খ্রিস্টের জন্মদিনের সম্মানে সারা পৃথিবীতে উৎসব উদযাপিত হচ্ছে।
পোপ রবিবার রোমের সেইন্ট পিটার্স স্কয়্যারে হাজার হাজার ধর্মীয় অনুসারীর সামনে তাঁর “Urbi et Orbi” অর্থাৎ শহর এবং পৃথিবীর উদ্দেশ্যে দেওয়া ভাষণের মাঝে এশিয়ার বন্যা দুর্গত লোকজন আর আফ্রিকার শৃঙ্গে দুর্ভিক্ষ কবলিত মানুষদের জন্য প্রার্থনা করেন।
পোপ বেনেডিক্ট তাঁর ভাষণে ইসরাইল ও ফিলিস্তিনীদের শান্তি আলোচনা পুনরায় শুরু হবার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। পোপের শান্তি বাণীর কয়েক ঘন্টা আগে নাইজেরিয়ার একটি গির্জায় বিরাট আকারের বোমা বিস্ফোরিত হয়।