অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকের অভ্যন্তরীণ মন্ত্রকের কাছে আত্মঘাতী বোমা হামলায় ৭ জন নিহত


ইরাকের অভ্যন্তরীণ মন্ত্রকের কাছে আত্মঘাতী বোমা হামলায় ৭ জন নিহত
ইরাকের অভ্যন্তরীণ মন্ত্রকের কাছে আত্মঘাতী বোমা হামলায় ৭ জন নিহত

ইরাকি কর্তৃপক্ষ বলছে যে বাগদাদে স্বরাষ্ট্রমন্ত্রকের বাইরে একজন আত্মঘাতী বোমা বাজ একটি গাড়িতে বিস্ফোরণ ঘটালের সাতজন নিহত এবং তিরিশ জনের ও বেশি আহত হয়েছে।

কর্মকর্তারা বলছেন যে ঘাতক ব্যক্তিটি সোমবারের ব্যস্ত সময়ে তার গাড়ি নিয়ে ঐ মন্ত্রকর সামনে স্থাপিত নিরাপত্তা প্রতবন্ধক ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। তারা বলছেন যে নিহতদের মধ্যে পাচ জন পুলিশের লোক ও রয়েছে।

এই সব আক্রমণের কারণে দেশে নিরাপত্তা নিশ্চিত করতে ইরাকি সরকারের ক্ষমতা সম্পর্কে উৎকন্ঠা দেখা দিয়েছে এমন এক মূহুর্তে যখন সে দেশ থেকে আমেরিকান সৈন্য সরে আসার সঙ্গে সঙ্গে সেখানে রাজনৈতিক সংকট দেখা দিয়েছে।

ইরাকের সংখ্যালঘিষ্ঠ সুন্নিদের নেতারা অভিযোগ করেছেন যে মি মালিকি , শিয়া দের হাতে এক চেটিয়া ক্ষমতা দিচ্ছেন এবং সুন্নি দেরকে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে বাদ দিচ্ছেন।

XS
SM
MD
LG