নাইজেরিয়ায় বড়দিনের সময়ে উপর্যুপরি বোমা হামলাকে পোপ বেনেডিক্ট উদ্ভট বলে অভিহিত করেছেন । সেখানে একটি আক্রমণে রোমান ক্যাথলিকদের গীর্জায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন।
সেইন্ট পিটার্স স্কোয়ার অভিমুখি তাঁর জানালা থেকে পোপ বলেন যে তিনি গভীর দুঃখের সঙ্গে ঐ হামলার কথা জেনেছেন এবং তিনি নিহতদরে জন্যে প্রার্থনা করতে জনগণকে আহ্বান জানান। সব কটি আক্রমণ মিলিয়ে সেখানে ৩৯ জন নিহত হয়।
চরমপন্থি মুসলিম গোষ্ঠি বোকো হারাম , আপাত দৃষ্টিতে এই সমন্বতি আক্রমণের দায় স্বীকার করেছে। এই নিয়ে পর পর দ্বিতীয় বছর ঐ গোষ্ঠিটি বড় দিনের সময়ে প্রার্থনার স্থান বেছে নিয়েছে।
আবুজার কাছে একটি ক্যাথলিক চার্চের ওপর এই বোমা হামলাকে আন্তর্জাতিক ভাবে নিন্দে জানানো হয়েছে।