মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারাক তিন মাসে এই প্রথম আদালতে উপস্থিত হন। তার বিরুদ্ধে সরকার বিরোধী শত শত প্রতিবাদকারীর মৃত্যু সংশ্লিষ্ট অভিযোগ রয়েছে।
মিঃ মুবারাক অ্যম্বুল্যান্সে করে বুধবার কায়রোর আদালতে গিয়ে পৌছান। এর আগেও তিনি সে ভাবেই আদালতে যান।
হাসপাতালের একটি বিছানায় করে তাকে ভেতরে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা বলেন ৮৩ বছর বয়সের সাবেক নেতা হৃদ রোগে ভুগছেন।
বিচারক উভয় পক্ষের আইনজীবীদের কাছ থেকে বক্তব্য শোনার পর জানুয়ারি মাসের ২ তারিখ পর্যন্ত মামলার শুনানি মুলতুবি রাখেন।