অ্যাকসেসিবিলিটি লিংক

লিবিয়ার পশ্চিমে বিদ্রোহিদের বিরুদ্ধে বড় ধরনের আক্রমন হয়েছে


লিবিয়ার পশ্চিমে বিদ্রোহিদের বিরুদ্ধে বড় ধরনের আক্রমন হয়েছে
লিবিয়ার পশ্চিমে বিদ্রোহিদের বিরুদ্ধে বড় ধরনের আক্রমন হয়েছে

লিবিয় নেতা মোয়াম্মার গাদ্দাফীর অনুগত যোদ্ধারা সে দেশের পশ্চিমে বিদ্রোহিদের বিরুদ্ধে ভারী অস্ত্র দিয়ে বড় ধরনের আক্রমন চালিয়েছে। ওদিকে রাজধানী ত্রিপলির কাছে লড়াই ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

বিদ্রোহি নিয়ন্তিত শহর যিন্টানে অবস্থানরত সাংবাদিকেরা বলেন, রবিবারের প্রচন্ড লড়াইএ যথেষ্ঠ ক্ষয়ক্ষতি হলেও হতাহতের ব্যপারে তাত্ক্ষনিকভাবে কোন খবর পাওয়া যায়নি।

লিবিয়ার বিদ্রোহিরা শনিবার ত্রিপোলির ৫০ কিলোমিটার পশ্চিমে যাওয়ীয়াতে গাদ্দাফিপন্থি সৈন্যদের বিরুদ্ধে লড়াইএ নামে। সংঘর্ষ শুরু হবার পর ত্রিপলি ও তিউনিসিয়ার মধ্যে সরবরাহকারী মহা সড়কটি বন্ধ্ হয়ে যায়। একজন বিদ্রোহি মুখপাত্র বার্তা সংস্থা রয়টারকে জানান, রবিবার পর্যন্ত লড়াই চলে তবে সরকারি সৈন্যরা তাদের শক্তিবৃদ্ধি করে চলেছে।

বিদ্রোহিরা মার্চ মাসে স্বল্পকালের জন্য যাওয়িয়া দখল করলেও গাদ্দাফির অনুগত সেনারা পরে সেটি তাদের হাত থেকে ছিনিয়ে নেয়।

XS
SM
MD
LG