সাবেক ছাত্রনেতা ও রাজনীতিক মাহমুদুর রহমান মান্না ভয়েস অফ অ্যামেরিকাকে দেওয়া সাক্ষাত্কারে ছাত্রদের দাবী ও আন্দোলন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশের আচরন সম্পর্কে বলেছেন পুলিশ এতদূর বাড়াবাড়ি করলো তার প্রাথমিক দায়ীত্ব পুলিশের তো আছেই এর পরে যদি কারু থাকে তবে তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সম্প্রতি বেতন অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন করছিলেন। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছাত্রদের সংগে কোন আলোচনা করতে চান নি। ছাত্রদের আন্দোলন সামাল দেওয়ার জন্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিদ্যাপীঠ সাময়িকভাবে আগামী ১৬ই সেপটেমবর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে। বিশেষ করে ছাত্র বিক্ষোভ ছত্রভঙ্গ করার জন্যে পুলিশ যে ভাবে বল প্রয়োগ করেছে তা তীব্র সমালোচনার মুখে পড়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন চাকসুর সেক্রেটারি ছিলেন ১৯৭২ সালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতেও তিনি নির্বাচিত ছাত্র নেতা ছিলেন। তিনি রাজনীতিতে সম্পৃক্ত এবং কলাম লেখক।