অ্যাকসেসিবিলিটি লিংক

সার্ধ শতবর্ষ পরে বিশ্ব পটভূমিতে রবীন্দ্রনাথ


সার্ধ শতবর্ষ পরে বিশ্ব পটভূমিতে রবীন্দ্রনাথ
সার্ধ শতবর্ষ পরে বিশ্ব পটভূমিতে রবীন্দ্রনাথ

বুধবার ১১ই মে হ্যালো ওয়াশিংটনে আলোচ্য বিষয় ছিল ‘সার্ধ শত বর্ষ পরে বিশ্ব পটভূমিতে রবীন্দ্রনাথ’। পৃথিবীর বিভিন্ন স্থান থেকে আমাদের শ্রোতারা প্রশ্ন করেছেন এই যেমন আমেরিকায় পাঠ্য পুস্তকে রবীন্দ্রনাথের লেখা স্থান পেয়েছে কিনা, কতগুলি ভাষায় রবীন্দ্র সাহিত্য অনুদিত, রবীন্দ্র নাথের সৃষ্টি বিশ্বময় ছড়িয়ে দিতে ভারত এবং বাংলাদেশ কি করছে ইত্যাদি।

শ্রোতাদের প্রশ্নের জবাব দিতে টেলিফোনে আমাদের সঙ্গে যোগ দেন কলকাতা থেকে অধ্যাপক সুধীন চট্টোপাধ্যায়। তিনি একজন লেখক, এবং পশ্চিম বঙ্গ উচ্চ মাধ্যমিক পর্ষদের সাবেক প্রধান।

ঢাকা থেকে বাংলা একাডেমীর মহা পরিচালক ডঃ শামসুজ্জামান খান এবং নিইইয়র্ক থেকে এম্পায়ার এস্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পার্থ ব্যানার্জী।

অনুষ্ঠান পরিচালনা করেন মাসুমা খাতুন।

XS
SM
MD
LG