অ্যাকসেসিবিলিটি লিংক

চিলেতে খনি শ্রমিক উদ্ধারের উদ্যোগ


উদ্ধারের পর খনি শ্রমিক এডিসন পেনিয়া তার স্ত্রীকে জড়িয়ে ধরেন
উদ্ধারের পর খনি শ্রমিক এডিসন পেনিয়া তার স্ত্রীকে জড়িয়ে ধরেন

চিলের খনি মন্ত্রী বলছেন যে গত দুমাসের চেয়েও বেশি সময়ে ধরে মাটির তলে আটকে পড়া ৩৩ জন খনি শ্রমিকের সবার উদ্ধার কাজ আজ রাতের মধ্যেই সম্পন্ন হবার কথা।

লরেনস গোলবোর্ন বলছেন যে তিনি আশা করেন যে এই উদ্ধার কাজ ভাল ভাবেই চলবে।

এ পর্যন্ত কুড়ি জন খনি শ্রমিককে মাটির তলায় প্রায় অর্ধেক কিলোমিটার গভীর থেকে উদ্ধার করা হয়েছে। তারা তাদের প্রিয়জনের সঙ্গে মিীরত হতে পেরে খুশিতে আটখানা বোধ করছেন। এই অভূতপূবর্ ও জটিল উদ্ধার তৎপরতা বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচার করা হচ্ছে। পরিবারের সদস্য, উদ্ধারকর্মি এবং অন্যান্য কর্মকর্তারা এই সাফল্যে উল্লাসে ফেটে পড়েন।

এ দিকে চিলের প্রেসিডেন্ট মি সেবশিয়ান পিনেরা সংবাদদাতাদের বলেন যে ৩৩ জন খনি শ্রমিককে উদ্ধার করাই ছিল তার সরকারের প্রধান ফোকাস।

এ দিকে সহকর্মি, দিলারা হাশেমের এক প্রশ্নের জবাবে ন্যাসা সদর দপ্তরের প্রোগ্রাম একজিকিউটিভ সংঘমিত্রা দত্ত, এই উদ্ধার উদ্যোগে ন্যাসার সম্পৃক্ততার কথা উল্লেখ করেন।

XS
SM
MD
LG