ইটলীর কর্মকর্তারা বলেছেন টাসকানিতে গত রাতে একটি প্রমোদ তরী বালুর চড়ায় আটকে যায়। ঘটনায় ৩জন প্রাণ হারিয়েছে, প্রায় ৭০জন নিখোঁজ। প্রথমে যে খবর দেওয়া হয়েছিলো মৃতের সংখ্যা তার চাইতে কম।
কর্তৃপক্ষ বলেছে ৪ হাজারের বেশি যাত্রী ও ক্রর সদস্য সহ কস্টা কংকরডিয়া জাহাজটি টাসকান দীপ গিগলিওর কাছে সমস্যায় পড়ে। যাত্রীরা নৈশ ভোজে বসেছিলো যখন ওই ঘটনা ঘটে। তাদের বলা হয় যে জাহাজে বৈদ্যতিক সমস্যা দেখা গেছে।
এক যাত্রী ইটালীর বার্তা মাধ্যমকে বলেন জাহাজটির পরস্থিতি ছিল ঠিক টাইটানিক এর মতো।
যাত্রীরা বলেন বহু মানুষ ঠান্ডা পানিতে ঝাপ দেন।
উদ্ধারকর্মীরা লাইফ বোট এবং হেলিকপ্টারের সাহায্যে যাত্রীদের উদ্ধার করে।