অ্যাকসেসিবিলিটি লিংক

অসামরিক জনগণের হত্যা আফগান-যুক্তরাষ্ট্র সম্পর্ক খর্ব করবে না


যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রি লিয়ন পেনেটা বলেন যুক্তরাষ্ট্র আফগানিস্তানে তাদের মিশন চালানো বন্ধ করবে না। আফগানিস্তানে সাম্প্রতিকতম সহিংসতার কারনে সেখানে আমেরিকান এক সেনা মারাত্মকভাবে অসামরিক জনগণকে গুলিকরে করে হত্যা করেছে। পেন্টাগনের মুখপাত্র জর্জ লিটল বলেন পেনেটা বুধবার আফগানিস্তান সফরকালে সেখানকার প্রাদেশিক কর্মকর্তাদের সংগে সাক্ষাত করেন।

এক সপ্তাহ আগে তার এই সফরের পরিকল্পনা ছিল। তবে যুক্তরাষ্ট্রের সেনা, কান্দাহারের বাইরে ষোল জন অসামরিক আফগান নাগরিকে হত্যা করেছে এই অভিযোগের একদিন পরেই তিনি সেখানে গেলেন। এর আগে যুক্তরাষ্ট্রের সেনাদের কোরান শরিফ পুরানোর ঘটনাকে কেন্দ্র করে আফগান জনগণ সেখানে কয়েক সপ্তাহ ধরে মারাত্মক বিক্ষোভ হয়।

মুখপাত্র লিটল জানান, প্রাদেশিক নেতারা উল্লেখ করেছেন যে ঐ ধরণের ঘটনা আফগানিস্তানের সকল মানুষকে প্রতিনিধিত্ব করে না।

প্রেসিডেন্ট ওবামা বলেন, তার ভাষায় “যুক্তরাষ্ট্র ঘটনাটি অত্যন্ত গুরুতর ভাবে নিয়েছে যারা নিহত হয়েছেন তারা আমাদেরই নাগরিক এবং আমাদের নিজের সন্তানদের খুন করা হয়েছে। তিনি বলেন, নিরপরাধ অসামরিক মানুষকে হত্যা করা হল ভয়ানক এবং গ্রহণ যোগ্য নয় এবং এই ধরণের কাজ, আমাদের দেশ অথবা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে প্রতিনিধিত্ব করেনা”।

XS
SM
MD
LG