সিরিয়ার মারাত্মক সহিংসতা নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা যখন চলছে তখন আন্তর্জাতিক একটি অধিকার দল বলছে প্রেসিডেন্ট বাসার আল আসাদ বিরোধী আন্দোলনের সময় আটক বন্দীদের ওপর নির্যাতন চালিয়েছে।
এমনেষ্টি ইন্টারন্যাশনাল সিরিয়ায় বন্দীদের ওপর যে আচরণ করা হচ্ছে তাকে মানবতা বিরোধী অপরাধ বলে তারা উল্লেখ করে। ঐ দলটি সাক্ষাতকারের ভিত্তিতে বুধবার একটি রিপোর্ট প্রকাশ করেছে। যে ২৫ জন ঐ সাক্ষাতকারে অংশ নেয় তারা জানায়, জর্ডানে পালিয়ে যাওয়ার আগে আটক কেন্দ্রে তাদের অত্যাচার করা হয়।
এই রিপোর্টি প্রকাশিত হয় জাতিসংঘের-আরব লীগের সিরিয়ার বিশেষ দূত জানান যে আসাদ সরকার তার সিরিয়ার সংকট নিরসনের প্রস্তাবে সাড়া দিয়েছে তবে প্রশ্ন এখনও রয়েছে গিয়েছে।
মিঃ আন্নানের মুখপাত্র বলেন, সাবেক জাতিসংঘ প্রধান দামেস্ককে যে প্রস্তাব দিয়েছিলেন তার জবাব মংলবার সিরিয়া দিয়ে থাকলেও তার ব্যাখ্যার প্রয়োজন রয়েছে।
জাতিসংঘ কর্মকর্তাদের অনুমান, প্রায় বছর দীর্ঘ প্রতিবাদ বিক্ষোভে সরকারের কঠোর দমন অভিযানে সাড়ে ৭ হাজার মানুষকে হত্যা করা হয়েছে। সিরিয়ার সরকার অস্থিতিশীল পরিস্থিতির জন্য সন্ত্রাসী এবং বাইরে থেকে ইন্ধোন যোগাচ্ছে।