অ্যাকসেসিবিলিটি লিংক

কাবুলে চরমপন্থীদের ২০ ঘন্টার অবরোধের অবসান ঘটেছে


কাবুলে চরমপন্থীদের ২০ ঘন্টার অবরোধের অবসান ঘটেছে
কাবুলে চরমপন্থীদের ২০ ঘন্টার অবরোধের অবসান ঘটেছে

বুধবার কাবুলের শহর কেন্দ্রে প্রায় সারাদিন ধরে চলা তালেবান বিদ্রোহীদের আক্রমনের অবসান হয় যখন আফগান ও কোয়ালিশন বাহিনী বাদবাকি উগ্রবাদী যারা যুক্তরাষ্ট্রের দুতাবাস ও নেটো সদর কার্যালয়ে আক্রমন চালিয়েছিলো তাদের হত্যা করে।

৬ জন উগ্রবাদী মঙ্গলবার অর্ধনির্মিত একটি ভবনে চড়াও হয়ে দুতাবাস ও নেটো ভবনে গুলি চালায় ও রকেট চালিত গ্রেনেড ছোড়ে। ওদিকে ৩ জন চরমপন্থী রাজধানীর অন্যান্য স্থানে পুলিশকে লক্ষ্য করে আক্রমন চালায়।

আফগান নিরাপত্তারক্ষীদের পাশাপাশি নেটো হেলিকপ্টার তত্পরতা চালায় এবং ওই ভবন থেকে সবশেষ উগ্রবাদী নির্মূল করে এবং অবরোধের অবসান ঘটায়।

যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে বলা হয় তাদের কোন কর্মী আক্রমনে আহত হয়নি।

XS
SM
MD
LG