অ্যাকসেসিবিলিটি লিংক

ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ তার নের্তৃত্বের পক্ষেই বক্তব্য রাখেন


Protesters shout slogans during a demonstration to demand the ouster of Yemen's President Saleh in the southern city of Taiz, April 14, 2011
Protesters shout slogans during a demonstration to demand the ouster of Yemen's President Saleh in the southern city of Taiz, April 14, 2011

ইয়েমেনের রাজধানী সানায় যখন সরকারের সমর্থনে ও বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত আছে, তখন প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ রাজধানী সানায় আজ তাঁর সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তার নের্তৃত্বের পক্ষেই বক্তব্য রাখেন।

প্রেসিডেন্ট সালেহ তাঁর সমর্থকদের বলেন যে তাদের উপস্থিতি তার সাংবিধানিক বৈধতার প্রমাণ দিচ্ছে। এ দিকে বিরোধীদের বিক্ষোভ ও অনুষ্ঠিত হয়েছে রাজধানীর অন্যত্র এবং অন্যান্য শহরেও।

বৃহস্পতিবার রাতে একদল ধর্মীয় ও উপজাতীয় নেতা ঘোষণা করেন যে যে সব বিক্ষোভকারী প্রেসিডেন্ট সালেহর পদত্যাগ দাবি করছে, তারা সেই সব বিক্ষোভকারীর পক্ষে রয়েছেন। তারা একটি বিবৃতিতে প্রেসিডেন্টকে এই শান্তিপূর্ণ দাবির প্রতি সাড়া দিয়ে পদত্যাগ করতে বলেছেন। বিরোধী নেতারা জোর দিয়ে বলেছেন যে মি সালেহ যেন দু সপ্তার মধ্যেই পদত্যাগ করেন।

XS
SM
MD
LG